Sunday 22 April 2018

বাংংলা ৷ ২২-০৪-২০১৮ ৷ দেবার্ঘ সেন-এর কবিতা

দেবার্ঘ সেন
জন্মতারিখ- ১৫/০৯/১৯৯০
জন্মস্থান- শেওড়াফুলি, জেলা- হুগলী, পশ্চিমবঙ্গ।
ইমেল- debargha90win@gmail.com


(১)

একটি ঘোষণা

যদি কাল বলে কিছু না থাকতো
তবে মৃত্যুভয় থাকতো না।
তবে বাঁচার সচেতনতা থাকতো না...

থাকতো না খিদে।
থাকতো না, কথা বলার ইচ্ছেটুকুও।

কাল আছে  বলেই বেঁচে থাকার প্রতিশ্রুতি
জুগিয়ে যায় মন ;
কাল আছে বলেই
ভরসা জন্ম নিয়েছে মা'য়ের কোলে।

কাল আছে বলেই ভয় পেয়েছে
সমগ্র জাতি।
কাল আছে বলেই গবেষক অক্লান্ত পরিশ্রমকে
প্রেম আখ্যায় করেছেন ভূষিত।


যে অর্থে তুমি উচ্চস্বরে দাবী করেছো
কাল নেই বলে...
সেটাও কিন্তু কাল আছে বুঝতে পেরেছো বলেই।

আর বুঝতে পারা থেকেই তো উঠে আসে
স্বীকার বা অস্বীকার বোধ। 

(২)

স্ক্যান

আমার বুকে প্লাস্টিকের প্যাকেট এসে
জড়ো হচ্ছে নর্দমার মত।

নিষ্কাশন সূত্র আবিষ্কৃত ;
কিন্তু প্রয়োগ করার স্বাধীণতা নেই।

তাই,
গলা দিয়ে স্বর না উঠে আসা বক্ষে
ব্যবসা করার আগে -

নিদেনপক্ষে, একবার তো...
রেটিনা স্ক্যান হোক্।
(৩)

আক্ষেপ

আক্ষেপ প্রকার বলে কিছু নেই,
আসলে সবটাই আক্ষেপ।

যখন তুমি এক জিবি নেট ব্যালন্স পেয়ে দিনের শেষে দেখো
মাত্র একশ এমবি ব্যবহার করেছো, তখন আক্ষেপ হয় বাকিটা ব্যবহার করতে না পারার।
আবার যখন দিনের মাঝামাঝি সময় এসে দ্যাখো
মাত্র একশ এমবি পড়ে আছে
তখনও আক্ষেপ হয় এটা ভেবে যে
বাকী দিনটা কিভাবে চলবে।

আসলে সবটাই আক্ষেপ। 

(৪)

সংশোধন সূত্র

এসো,
তুমিও সেই ভুলটাই করো
আমিও যে ভুলটা করলাম।

তারপর দুজন দুজনের ওপর রাগ না করে
যে যার নিজের ওপর রাগ করি।

খুঁজে নি অনুশোচনার বই পড়ে
সংশোধন সূত্র।

সেই সূত্রও যদি অকৃতকার্য হয়,
তবে জেনে রেখো ;
আমরা কোনওদিনও একে অপরকে
এতটুকুও ভালোবাসতে পারিনি।

কেবলই ছু্ঁতো খুঁজেছি
ফাঁকা ঘরের। 




No comments:

Post a Comment

1a

আজকের কবিতা  সোনালি মাছের চোখ অপাংশু দেবনাথ ------------------------ বাজার  ফেরৎ আমি,পুনশ্চ  ঢুকে পড়ি বাজারে।             ...