সুদীপ্তা পাল
ছাত্রী (তৃতীয় বর্ষ বি. এ)
রানাঘাট, নদিয়া
ছাত্রী (তৃতীয় বর্ষ বি. এ)
রানাঘাট, নদিয়া
ফেরিওয়ালা
আমি কবিতার ফেরিওয়ালা
সারাদিন হেকে ডেকে একটাও
বিক্রি করতে পারলাম না
সারাদিন হেকে ডেকে একটাও
বিক্রি করতে পারলাম না
একলা দুপুরে তখন টিনের দোকানটায়
কেটলি থেকে ধোওয়া উঠছে।
একজন মোসাহেবি বাবু মুখ টিপে হাসলেন।
কেটলি থেকে ধোওয়া উঠছে।
একজন মোসাহেবি বাবু মুখ টিপে হাসলেন।
ভাবলাম, তুমিই তো আমার কাব্যের নায়ক
একাদশীর রাতে উন্মাদিনী চাঁদকে
সব কবিতা যাপন করেছি
সব কবিতা যাপন করেছি
"আনন্দ ধারা বহিছে ভুবনে দিন ও রজনী...... "
No comments:
Post a Comment