Saturday 21 April 2018

বাংলা ।।নবপর্যায়-৫৯৪ । অষ্টম বর্ষ । সংখ্যা-৭ । ২১-০৪-২০১৮ । শ্যামাপদ মালাকার-এর কবিতা


শ্যামাপদ মালাকার
গ্রা:- চন্দনপুর
পো:- জোড়দা
থানা:- ইন্দপুর
জেলা:- বাঁকুড়া।


চোখ

অন্নপ্রাশনেরর স্বর্ণপিঁড়িটা আজও আছে।
কি নেই আমার-- নদী - অরণ্য - রাতের ফালি চাঁদ, সবেই তো আমার!
সেদিন শুকতারাটার গা মাপতে গিয়ে মনে হল-
'ওরা' কি আমার চেয়েও সুখী?
দেখিনা একবার- মাটিতে গাইতি শাবল চালিয়ে--
চালালাম! জল - মাটি ভেজা একটা চোখ কুড়িয়ে ফিরলাম।
সেই চোখ দিয়ে দেখি--
শেষ বিকেলের নিরন্নআঁচে ঝলসানো বুক নিয়ে নীড়ে ফিরছে- ধূলিমাখা কত কাল পা! - - কি শান্তি! কি তৃষ্ণা!।
পাতাক্ষোয়া ক'টা কোদালের মাথায়, ঝরে পড়া ললাটের ঘামে
কারা যেন জীবন শাণ দেয়- -
রুক্ষঠোঁটের আবরণে এক সময় ঝরে পড়ে শিশিরস্নাত কাল নিশি- - মাঝের ব্যবধান মুছে দেয় প্রতিশ্রুতির ভিড়- -
পূর্বজনমের চেনা নিদর্শনচুম্বন শেষে-
হেরে যায় কার 'মমতাজ' - ম্লান হয়ে কত পিঁড়ি!- - চোখটা কার!!।

No comments:

Post a Comment

1a

আজকের কবিতা  সোনালি মাছের চোখ অপাংশু দেবনাথ ------------------------ বাজার  ফেরৎ আমি,পুনশ্চ  ঢুকে পড়ি বাজারে।             ...