Tuesday 17 April 2018

বাংলা ।।নবপর্যায়-৫৯০ । অষ্টম বর্ষ । সংখ্যা-৩ । ১৭-০৪-২০১৮ । সৌমেন সরকার-এর কবিতা

সৌমেন সরকার



প্রথম আলাপ

                
মনে পড়ে আমাদের প্রথম আলাপ?
তুমি আর আমি ইছামতীর কূলে দুপুরবেলা
আঙুলে আঙুল ঠেকিয়ে
ভাঙা শীতের ভেজা রোদ মাখছিলাম।
তুমি তখন আঠার,পরনে সেই বাসন্তী শাড়ী
হাল্কা লিপস্টিক পরে হাসছিলে
আমি কিন্তু তোমার হৃদয়ের বন্ধ দুয়ার পড়েছিলাম


তাই বলেছিলাম ভালোবাসি।
তুমি শুধু মুখে হাত রেখে হেসেছিলে
আর আমি বুনেছিলাম রাংধনুর সাতরঙা স্বপ্ন হাজার


আজ তিরিশ বছর পর
আমি আবার এসেছি তোমার দুয়ারে
মনে কি পড়ে বনানী,তোমার শেষ শয্যা ভিজেছিল
আমার প্রথম আলাপের মধুর স্মৃতির বৃষ্টিতে!

No comments:

Post a Comment

1a

আজকের কবিতা  সোনালি মাছের চোখ অপাংশু দেবনাথ ------------------------ বাজার  ফেরৎ আমি,পুনশ্চ  ঢুকে পড়ি বাজারে।             ...