Wednesday 15 August 2018

1a


আজকের কবিতা 


সোনালি মাছের চোখ

অপাংশু দেবনাথ
------------------------
বাজার  ফেরৎ আমি,পুনশ্চ  ঢুকে পড়ি বাজারে।
                                 এখানে সবুজ সব।
মাথার কাছে অরণ্য রাখি বিশ্বস্ত বিনয়ে।
ভিড় কমে এলে কিছু পণ্য 
       পড়ে থাকে ফুটপাথে,
তখন কি মনে পড়ে ঘুমোবার আগে।

জলতলে একা জেগে থাকে
                         সোনালি মাছের চোখ
তুমি পাটকাঠি বেঁধে ফেলো সুতোছিপ।
জলে ভেসে উঠে চাঁদ,
             নক্ষত্রমন্ডল।

এই বাজার থেকে আমার,ঘরে ফেরা হয়ে উঠে কই! 
                                         নক্ষত্রমন্ডল ডুবে গেলে 
জলে পাঠকাঠি নড়ে উঠে
সবুজ হয়ে উঠে তোমার ছিপ,সুতোজল।
                    আমি সেই মৎসবালক নই


দাড়িপাল্লার পেন্ডুলাম ও-ছায়া পড়ে বুকের উপর।

No comments:

Post a Comment

1a

আজকের কবিতা  সোনালি মাছের চোখ অপাংশু দেবনাথ ------------------------ বাজার  ফেরৎ আমি,পুনশ্চ  ঢুকে পড়ি বাজারে।             ...