Thursday 19 April 2018

বাংলা ।। নবপর্যায়-৫৯২ । অষ্টম বর্ষ । সংখ্যা-৫ । ১৯-০৪-২০১৮ । রাহুল গাঙ্গুলীর সিগন্যাল কবিতা

রাহুল গাঙ্গুলী



১টি রূপক সার্কেল ও তারপর______
-------------------------------------------------------------
[১] ২৭/০১/১৮ ~ দুপুর ২-৪৩

এই মুহূর্তে : ১ মরচেপড়া জাহাজডেকের ভিতর
শরীরের আগাপাছতলা ~ আগাপাছতলা শরীর
ফুটে ওঠা সামুদ্রিক শাঁখ।তারও 'ণ'-সময় আগে
গোলাপি চাঁদ ~ অথবা ~ চাঁদ থেকে গোলাপজল
SIGNAL %%[ ঘুমঘুম।অবশিষ্ট ঘুমচোখ ]%%
মরিচের দ্বীপ থেকে : চিঠি আসে।চিঠি যায়
আলোছায়া অন্তরীপে ~ ভাসমান মোমের ডাকবাক্স



[২] ২৭/০১/১৮ ~ বিকেল ৪-০৪
মুহূর্তগুলোর বিসর্জন।অতএব শুনশান ফেরীঘাট
আজানের খ্যাপলা জালে ~ ধরা পড়ছে মাটি
রহস্যময়ী চূলের ক্লিপ ~ কয়েকটা দশমিকের উধাও
এই যে দেখছো : স্টীমারের ভোঁ।ফেরীঘাট্ ছলাৎ
উ-সমীকরণে ~ দশমিক দিয়ে গড়া রঙিলা নোঙর

SIGNAL @ [ লাল।বাদামী : নুনপোড়া ইঁটের ভাঁটা ]
ছলাৎ স্টিমার ~ ফেরীঘাট ভোঁ : ইশারায় খোলাছাদ

১ম চিলেকোঠা উড়ছে।এরপর ২য়।তারপর ____



[৩] ২৮/০১/১৮।দুপুর ১-২৬

মুহূর্তকাল |পাশাপাশি| রাখলেই ~ সৌরসময় শুরু
START = ঘটছে : সমান্তরাল বিজারণের সমীকরণ
HALT = মুখোমুখি পাহাড় : আশেপাশের উষ্ণতা
STOP = ইথারের বর্ণমালা : সমুদ্র-অসুখের বর্গমূল

SIGNAL [০] ~ SIGNAL [০] ~ SIGNAL [০]
যাবতীয় ছায়াশিকড়ে : সময়ের জলজ আবিষ্কার

মূলরোম : ১টু চুম্বকীয় ফ্যারাডের ক্লান্তিহীন আবেশ



[৪] ২৮/০১/১৮।বিকেল ৬-০৩

১টি নিষ্ক্রিয় দেওয়াল : খুঁটে খাচ্ছে চোরা সমীকরণ
চোরাবালি ~ [এই মুহূর্তের ফসিল সময় : এপিটাফ]
যেকোনো জমাখরচের আগেই বহুচিত্রী রামধনূ

জরায়ুর ভিতরে থাকা শিশু।এসো।নোঙর জ্যামিতি
এসো ~ রাস্তায় নৌকা ভাসাই : মিথেন জারনে

S%I%G%N%A%L% ≠ s%i%g%n%a%l%
http : http → http ^ (2) → এপিসেন্ট্রিক্ মোহনা

নদীগাছের ঝরামূল বর্ষায় থাকছে : ফোটন্ সংকেত



[৫] ০৩/০২/১৮।সকাল ১০-২৮

পরাগরেনু ঝরে যাচ্ছে ~ জাইলেমগত ভূমিকা থেকে
s-i-g-n-a-l =" [গর্ভচক্রে জলীয় বীজের প্রক্রিয়া]
বীজগাণিতিক সম্পাদ্যে ~ এগিয়ে থাকা চুম্বকবেগ
স্পষ্ট ছায়াশরীর।নিঃশর্ত : আলোর সংকেত

মাটি + মহাকাশ + জল + আগুন + বাতাস →
উভচরী গবেষনায় {কেবল ফুল বিষয়ক ট্যানথীটা}

নৌকার দৈর্ঘ্য শেষে অসমাপ্ত নোঙর
S-I-G-N-A-L =" [ভগ্নাবশেষ ~ ঘুমন্ত রেললাইন]


শব্দরূপ : রাহুল

No comments:

Post a Comment

1a

আজকের কবিতা  সোনালি মাছের চোখ অপাংশু দেবনাথ ------------------------ বাজার  ফেরৎ আমি,পুনশ্চ  ঢুকে পড়ি বাজারে।             ...